ইসলামের সৌন্দর্য,
আজ বিরামপুরে আয়োজন হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন। আমাদের এক নওমুসলিম বোন এর বিয়ে। আলহামদুলিল্লাহ বিয়েতে কোন কিছুরই কমতি ছিলনা আল্লাহ সব ব্যাবস্থা করে দিয়েছে। বর যাত্রী এসেছে, কনে পক্ষের পক্ষে আমরা সবাই। আমাদের বিরামপুরের মানুষ অতি মানবিক তা আবারো প্রমান হল। সহযোগিতায় ও আয়োজনে বিরামপুর সর্বস্তরের জনগণ, বিরামপুর বেঙ্গল ক্যাডেট একাডেমি, বিরামপুর জাগ্রত যুব সংস্থা, বিরামপুর থানা, সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, সম্মানিত শিক্ষক/শিক্ষিকা বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,...