আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৩ (সদর) আসন থেকে মোট সাতটি দলের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ মনোনপত্র জমা দেননি। সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। ১. মুফতি আমির হামজা। বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মুফতি আমির হামজার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ। এযাবৎকালে তার বিরুদ্ধে মোট ২ টি মামলা দায়ের হয়েছে, যার দুটিতেই তিনি অব্যাহতি পেয়েছেন। দেশের তুমুল আলোচিত-সমালোচিত এই ইসলামি বক্তা তার পেশা হিসেবে উল্লেখ...
39
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৩ (সদর) আসন থেকে মোট সাতটি দলের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ মনোনপত্র জমা দেননি। সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
১. মুফতি আমির হামজা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মুফতি আমির হামজার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ। এযাবৎকালে তার বিরুদ্ধে মোট ২ টি মামলা দায়ের হয়েছে, যার দুটিতেই তিনি অব্যাহতি পেয়েছেন। দেশের তুমুল আলোচিত-সমালোচিত এই ইসলামি বক্তা তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যাবসা ও কৃষি। তার বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। তার উপর নির্ভরশীল দের বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার ২০২ টাকা। তার স্ত্রীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ২২৬ টাকা। এছাড়াও তার ৩ কন্যার নামে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যাংকে জমা আছে। এ সকল সম্পদের বিপরীতে তার বা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।
২. মোঃ জাকির হোসেন সরকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মোঃ জাকির হোসেন সরকারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিএ। এযাবৎকালে তার বিরুদ্ধে মোট ৩৮ টি মামলা দায়ের হয়েছে, তন্মধ্যে তিনি ৪ টি মামলায় খালাস ও ৭ টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে দায়েরকৃত ৩ টি মামলা প্রত্যাহার হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ২৪ টি মামলা চলমান রয়েছে। হলফনামায় তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যাবসা। তার বার্ষিক আয় ৫৭ লাখ ৪৮ হাজার ১৭৭ টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১২০ কোটি টাকা। তার স্ত্রীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১০ কোটি টাকা।
৩. মীর নাজমুল ইসলাম।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মীর নাজমুল ইসলামের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসএস। এযাবৎকালে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি। হলফনামায় তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী। তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১৩ লাখ ১৪ হাজার টাকা। তার স্ত্রীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ২০ হাজার টাকা। এ সকল সম্পদের বিপরীতে তার বা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।
৪. মোঃ আব্দুল্লাহ আখন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মোঃ আব্দুল্লাহ আখন্দ এর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। এযাবৎকালে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি। হলফনামায় তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যাবসায়ী। তার বার্ষিক আয় ৪ লাখ টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৫২ লাখ ২০ হাজার ৯০০ টাকা। এ সকল সম্পদের বিপরীতে তার বা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।
৫. মোঃ সিরাজুল হক।
খেলাফত মজলিস।
নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মোঃ সিরাজুল হকের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। এযাবৎকালে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে তার বার্ষিক আয় ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১২ লাখ ৯ হাজার ২০৫ টাকা। তার স্ত্রীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৪০ হাজার টাকা। এ সকল সম্পদের বিপরীতে তার বা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।
৬. মোহাঃ শরিফুল ইসলাম।
গণঅধিকার পরিষদ (জিওপি)।
নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মীর নাজমুল ইসলামের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। এযাবৎকালে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি। হলফনামায় তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী। তার বার্ষিক আয় ৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৬৫ লাখ টাকা। তার স্ত্রীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১০ লাখ টাকা। এ সকল সম্পদের বিপরীতে তার বা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।
৭. মোছাঃ রুমপা খাতুন।
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)।
কুষ্টিয়ার ৪ টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী কুষ্টিয়া সদর আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত এই নারী মোছাঃ রুমপা খাতুন। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মোছাঃ রুমপা খাতুনের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিএ। এযাবৎকালে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি। হলফনামায় তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যাবসা। তার বার্ষিক আয় ৪ লাখ ৬০ হাজার টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১৮ লাখ ৭১ হাজার টাকা। তার স্বামীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। এ সকল সম্পদের বিপরীতে তার বা তার স্বামীর নামে কোন ব্যাংক ঋণ নেই।