আজ সোমবাব বগুজেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষায় হয়।
শিশু খাদ্য চিপস এ খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক, টেক্সটাইল রং পাওয়া য়ায়।
শীত মৌসুমের গুঁড়ের নমুনা পরীক্ষায় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ এর সনাক্ত করা হয়।
এ সব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট করা হয়।
অভিযুক্ত তানিয়া এন্ড তিশা স্টোর, রাজা বাজার থেকে ২২ কেজি হাইড্রোজযুক্ত গুঁড় জব্দ ও ধ্বংস করা হয়।
এনমনি এন্ড ব্রাদার্স, রাজা বাজার থেকে ৪০ কেজি হাইড্রোজযুক্ত গুঁড় ধ্বংস করা হয়।
বিল্পব স্টোরের তিন বস্তায় আনুমানিক ৬০ কেজি টেক্সটাইল রংযুক্ত পাপড় ও চিপস, ধ্বংস করা হয় ও ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
রাজন স্টোরের দুই বস্তায় আনুমানিক ৪০ কেজি টেক্সটাইল রংযুক্ত পাপড় ও চিপস ও ধ্বংস করা হয় ও ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার ও অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন, জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।