বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
রিপোর্টার:
/ ৯৪
সময় আগে
পোস্ট হয়েছেঃ
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
শেয়ার করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ আব্দুল মালেক (৪৫) ও মোঃ আনোয়ার হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা রাজশাহীর গোদাগাড়ী থানার পানিহার ডাকঘরের আই হাই গ্রামের বাসিন্দা। মোঃ আব্দুল মালেক মৃত আব্দুল আজিজের ছেলে এবং মোঃ আনোয়ার হোসেন মোঃ জাহান সাজাদ আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সান্তাহার শাখার একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে।...
132
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ আব্দুল মালেক (৪৫) ও মোঃ আনোয়ার হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সান্তাহার শাখার একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৭৭১) থামিয়ে তল্লাশি চালানো হয়।
বাসের ডি-৩ ও ডি-৪ নম্বর সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশির সময় তাদের মাঝখানে রাখা নীল-কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ থেকে দুটি পুরাতন কম্বলে মোড়ানো অবস্থায় ২৫ বোতল কোডিনযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি স্যামসাং স্মার্টফোন এবং জিডিএল ও লাভা নামীয় দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) ও ৪১ ধারায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘খ’ সার্কেল কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।